We Work Together
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Dui vivamus arcu felis bibendum ut tristique et egestas quis.
Volunteers
0
Donations
0
Projects
0
Missions
0
আমাদের সম্পর্কে
আস-সুফ্ফাহ ফাউন্ডেশন একটি নিবন্ধিত, অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা শিক্ষা, স্বাস্থ্য, পুর্নবাসন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিবেদিত। ২০২৫ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র, এতিম ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ, অসুস্থ ও দারিদ্র্যপীড়িত মানুষের চিকিৎসা সহায়তা, অনাহারী মানুষের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ, জরুরি অবস্থায় ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা আমাদের প্রধান কাজের ক্ষেত্র। কুরআন ও সুন্নাহ ভিত্তিক সঠিক জ্ঞান প্রচারের পাশাপাশি মানবতার কল্যাণে বিভিন্ন সামাজিক ও শিক্ষা ও স্বাস্থ্যমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আমরা বিশ্বাস করি—মানবতার সেবা আমাদের ইবাদত, আর সমাজকল্যাণ আমাদের দায়িত্ব।
আমাদের নীতি ও আদর্শ
✓ পবিত্র কুরআন ও রাসুল মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সুন্নাহ তথা কর্মনীতি আস-সুফ্ফাহ ফাউন্ডেশনের মূল আদর্শ।
✓ মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের প্রধান দায়িত্ব।
✓ সমস্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখায় দায়িত্বশীল।
✓ প্রতিটি কাজে সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠাকে প্রাধান্য দেওয়া।
✓ সমাজে জ্ঞানচর্চা ও শিক্ষার সুযোগ বৃদ্ধি করা।
✓ অসুস্থ ও চিকিৎসা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
✓ ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সমান সহমর্মিতা।
✓ শান্তি, ভ্রাতৃত্ব ও নৈতিকতা প্রতিষ্ঠা করা।
✓ জনগণের প্রদত্ত দান অর্থ ও সম্পদকে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে গণ্য করা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
✓ পরিচালনা পর্ষদ এবং কর্মীদের সকল কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।
✓ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষণের ব্যবস্থা রাখা।
✓ দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ করা এবং তাদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা।
✓ দরিদ্র বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা।
✓ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে কর্মস্থান, দাতব্য এবং শিক্ষা ছড়িয়ে দেওয়া।
✓কোরআন ও সুন্নাহর আলোকে সমাজে কল্যাণ ছড়িয়ে দেওয়া
✓ মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের প্রধান দায়িত্ব।
✓ সমস্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখায় দায়িত্বশীল।
✓ প্রতিটি কাজে সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠাকে প্রাধান্য দেওয়া।
✓ সমাজে জ্ঞানচর্চা ও শিক্ষার সুযোগ বৃদ্ধি করা।
✓ অসুস্থ ও চিকিৎসা-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
✓ ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গ নির্বিশেষে সবার জন্য সমান সহমর্মিতা।
✓ শান্তি, ভ্রাতৃত্ব ও নৈতিকতা প্রতিষ্ঠা করা।
✓ জনগণের প্রদত্ত দান অর্থ ও সম্পদকে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে গণ্য করা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
✓ পরিচালনা পর্ষদ এবং কর্মীদের সকল কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।
✓ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষণের ব্যবস্থা রাখা।
✓ দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ করা এবং তাদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা।
✓ দরিদ্র বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা।
✓ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে কর্মস্থান, দাতব্য এবং শিক্ষা ছড়িয়ে দেওয়া।
✓কোরআন ও সুন্নাহর আলোকে সমাজে কল্যাণ ছড়িয়ে দেওয়া
Become a volunteer
একটি সুন্দর ভবিষ্যৎ ও উন্নত জীবনের জন্য আমাদের সাথে যোগ দিন
আর যে কেউ এক জন মানুষের জীবন রক্ষা করে, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।” (সূরা আল-মায়েদাহ ৫:৩২)